ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

শাহাদাতবার্ষিকী

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:১৯ এএম
বিজিবি

যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর গোয়ালহাটি গ্রামের এক প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে শহিদ হন। তিনি দুজন সঙ্গী নিয়ে গোয়ালহাটি গ্রামের কিছু দূরে ছুটিপুর ঘাঁটি টহল দেওয়ার সময় পাকবাহিনী তাদের আক্রমণ করে। নূর মোহাম্মদ তার টহল দলটিকে রক্ষার প্রাণপণ চেষ্টা করেন।