ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেল ভেনেজুয়েলার সামরিক বিমান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:১০ এএম
যুক্তরাষ্ট্রের আকাশে ওড়ে এফ-৩৫। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর দিয়ে ভেনেজুয়েলার দুইটি সামরিক বিমান উড়ে গেছে বলে অভিযোগ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে এমন প্ররোচনামূলক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ জেসন ডানহামের ওপর দিয়ে ভেনেজুয়েলার যুদ্ধবিমানগুলো উড়ে গেছে। বিষয়টিকে ‘মাদকবিরোধী সন্ত্রাস দমন অভিযানে হস্তক্ষেপের চেষ্টা’ বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার একটি ‘মাদক নৌকায়’ হামলা চালায় মার্কিন সেনারা। এতে ১১ জন নিহত হয়। যেটিকে ভেনেজুয়েলার সরকারের মাদক নৌকা হিসেবে দাবি করেছে ওয়াশিংটন। মাদক চোরাচালান রোধে এর আগে ক্যারিবিয়ান অঞ্চলগুলোতে সাধারণত টহল দিত যুক্তরাষ্ট্র। কিন্তু তারা সেই কৌশল থেকে সরে এসে প্রাণঘাতি হামলা চালানোর কৌশল অবলম্বন শুরু করেছে।

পেন্টাগন জানায়, ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের আটটি যুদ্ধজাহাজ নিয়ে আসে যুক্তরাষ্ট্র। মাদকের বিরুদ্ধে লড়াই করতে সেখানে সেনা সমাবেশ করা হয়েছে। তবে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ আসাকে স্বাভাবিকভাবে নেননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো । গত সোমবার (১ সেপ্টেম্বর) তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোকে ভেনেজুয়েলা ও এর আশপাশের অঞ্চলে মাদক পাচারকারী গোষ্ঠী পরিচালনা ও তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করেনি ওয়াশিংটন।