ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

‘স্বৈরশাসন’ শেষ করতে দেশে ফিরতে চান নোবেলজয়ী মাচাদো

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:২৬ এএম
মারিয়া কোরিনা মাচাদো । ছবি : সংগৃহীত

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো দেশে ফিরতে চান। তার লক্ষ্য—ভেনেজুয়েলায় চলমান ‘স্বৈরশাসনের অবসান’। প্রায় এক বছর আড়ালে থাকার পর নরওয়ের অসলোতে এসে এই প্রতিশ্রুতি দেন তিনি।

গত বুধবার দিবাগত রাতে মাচাদো অসলোতে পৌঁছান। তার উপস্থিতির খবর নিশ্চিত করেছে নোবেল কমিটি। তবে তিনি সশরীরে শান্তিতে নোবেল গ্রহণ করতে পারেননি। নির্ধারিত নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার অসলোর সিটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাচাদোর হয়ে পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে, আনা কোরিনা সোসা।

মাচাদো বলেন, ভেনেজুয়েলার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি শিগগিরই দেশে ফিরতে চান এবং জনগণকে সংগঠিত করে পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞ।