ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

প্রিয়াংকা চোপড়া কপিল শর্মাকে দিলেন ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:০৪ এএম
প্রিয়াংকা চোপড়া এবং কপিল শর্মা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবার আবারও কেন্দ্রবিন্দুতে। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও নিজের অবস্থান মজবুত করা এই অভিনেত্রী সম্প্রতি এসএস রাজামৌলীর পরিচালিত নতুন তেলেগু সিনেমা ‘বারানসি’-র শুটিং শুরু করেছেন।

‘বারানসি’ ২০২৭ সালের বিগ বাজেটের কল্পবৈজ্ঞানিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা। শ্রী দুর্গা আর্টস অ্যান্ড শোয়িং বিজনেস প্রযোজিত সিনেমায় প্রিয়াংকা মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন। এ সিনেমায় রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারনও।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন প্রিয়াংকা, কারণ একের পর এক দক্ষিণী সিনেমার প্রস্তাব পাচ্ছেন তিনি। বুধবার সকালেই মুম্বাই পৌঁছে অভিনেত্রী সরাসরি যোগ দিয়েছেন জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে।

শোর চতুর্থ সিজনের প্রোমো ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। নতুন সিজনে কপিল শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন অবতারে—জেন-জি বাবা, তাউজি, রাজা বা মন্ত্রীর ভিন্ন ভিন্ন চরিত্রে। শোর অন্যান্য চরিত্রেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

প্রিয়াংকা চোপড়া কপিল শর্মার মুখোমুখি হয়ে উল্টো সঞ্চালককে ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রতিবারের মতো এ সিজনেও কপিল তারকাদের জীবনের নানা খুঁটিনাটি জানতে চাইবেন, তবে এবার আন্তর্জাতিক এই তারকার উপস্থিতি শো-র উত্তেজনা আরও বাড়াচ্ছে।

সম্প্রচার না হওয়া পর্যন্ত দর্শকরা অপেক্ষা করবেন, কপিল শর্মা কি পারবেন প্রিয়াংকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে, নাকি নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হবেন তিনি।