ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে শ্যামলী পরিবহন ও ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে ফেনীর হাফেজিয়া এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্যামলী পরিবহন বাসের সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারী মোহাম্মদ বাইজিদ বোস্তামী। অন্যদিকে বাসচালক গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ট্রাক ও শ্যামলী পরিবহনের বাসের বেপরোয়া গতি থাকায় এ দুর্ঘটনা হয়। ঢাকামুখী আসা বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, সুপারভাইজর ও সহকারী গুরুতর আহত হন। এ সময় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। গুরুতর আহত অবস্থা দেখে তাদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুপারভাইজর রবিউল ইসলাম ও সহকারী মোহাম্মদ বাইজিদ বোস্তামীকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত বাসচালক রফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে নিশ্চিত করেন মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শ্যামলী পরিবহনের বাস ও দুর্ঘটনায় জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই ট্রাকচালক কেটে পড়ে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।