জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে পাবনায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর ম-ল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আব্দুল আজিজ ম-ল নামের আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু ম-লের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির ম-ল ওরফে কবু ম-লের ছেলে। তিনিও ইটভাটায় শ্রমিকের কাজ করেন। নিহত আবু বকর ও আহত আব্দুল আজিজ ম-ল আপন চাচাতো ভাই। জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রশিদ বলেন, নিহত আবু বকর ম-ল ও আহত আজিজ ম-লের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার রাতে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবু বকর টেঁটাবিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাত পান। আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আব্দুস সালাম বলেন, জমি-জমা নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।