মানিকগঞ্জে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত ও অপর একটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ ও প্রজ্ঞাপনে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানা ও দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন । প্রজ্ঞাপনে বলা হয়, নানাবিধ অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং চেয়ারম্যান মাসুদ রানার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি হওয়ায় তাকে নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।