জুলাই আন্দোলনে নিহত শহিদ সাগর হত্যা মামলায় ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ওসি (দক্ষিণ) মুহিদুল ইসলাম বলেন, গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর মারা যায়। এ ঘটনায় পুলিশ কোতোয়ালি থানায় একটি মামলা ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে শহিদ সাগর হত্যায় আদালতে একটি মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।