নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে রংপুর নগরীর লালকুঠি ধাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বিকেলে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে আদালতে পাঠান। গ্রেপ্তার শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। পুলিশ জানায়, শাহিদ মাহমুদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন