নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের ৫৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নরসিংদী জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, উচ্চমান সহকারী মোহাম্মদ সাইদুর রহমান, মো. আবুল হাসেম এবং হিসাবরক্ষক মো. রুমান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত বা আহত হয়েছেন, তাদের জন্য বর্তমান সরকার একটি তালিকা তৈরি করেছে। এই তালিকা অনুযায়ী প্রত্যেক পরিবারকে অনুদান দেওয়া হচ্ছে। যারা আজকে সেলাই মেশিন পেয়েছেন, তারা এগুলো সঠিকভাবে ব্যবহার করবেন। প্রয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে পারবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন