বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুনপাড়া এলাকায় নির্মিত একটি ব্রিজ এখন এলাকাবাসীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের মূল কাঠামোর নির্মাণ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সুফল পাচ্ছে না মানুষ। ফলে প্রতিদিন হাজারো মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
সরেজমিন দেখা যায়, ব্রিজটির পূর্ব পাশে একটি আলিম মাদ্রাসা রয়েছে, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তাদের চলাচলে বড় সমস্যা দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্রিজের সংযোগ সড়ক না থাকায় এত উঁচু ব্রিজে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। ফলে অনেক দূর ঘুরে মাদ্রাসায় যেতে হয়। এতে সময় নষ্ট হয় এবং কখনো কখনো ক্লাসও মিস হয়ে যায়।
অপরদিকে ব্রিজটির পশ্চিম পাশে রয়েছে স্থানীয়দের একমাত্র বাজার। বাজারে যাতায়াতÑবিশেষ করে বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। জরুরি মুহূর্তে রোগী হাসপাতালে নিতে গেলেও বিপাকে পড়তে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হোক, যাতে তারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পায়।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর ইসলাম বলেন, ব্রিজটি অনেক দিন আগে নির্মাণ করা হয়েছে। কিন্তু রাস্তা না থাকায় এটি আমাদের কোনো কাজে আসছে না। বাজারে যেতে হলে অনেক ঘুরতে হয়, অসুস্থ মানুষদের সময়মতো হাসপাতালে নিতে পারি না।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন জানান, ব্রিজের নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, খুব দ্রুত কাজ শুরু হবে।