শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আইডিয়ার স্কুলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর আমির হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা আমির মাওলানা হাফিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন, উপজেলা সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর নায়েবে আমির আরিফ রাব্বানী ও বায়তুলমাল সেক্রেটারি শফিউর রহমান বিএসসি। সভায় পৌর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন