ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

৭ মাসের শিশুকে গলা কেটে হত্যা করলেন মা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:০২ এএম

রংপুরের তারাগঞ্জে ৭ মাস বয়সি এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, হত্যার পর ওই শিশুর মরদেহ শিশুর বাইরে ছুড়ে ফেলে দেন তিনি। গতকাল সোমবার সকাল ৬টার উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তুলসী রানী ওই এলাকার (২৫) বাবুল চন্দ্র রায়ের স্ত্রী। ঘটনায় অভিযুক্ত মা তুলসী রানী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বাবুল ও তুলসীর বিয়ে হয়। এ দম্পতির পাঁচ বছরে একটি কন্যাশিশু রয়েছে। প্রায় ৭ মাস আগে আরেকটি কন্যাশিশু জন্ম নেয়। সকালে হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তুলসী। এ সময় ঘরে থাকা ছুরি দিয়ে নিজের সাত মাস বয়সি কন্যাশিশুকে গলা কেটে হত্যার পর ঘরের বাইরে ফেলে দেন তিনি।

খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে এবং মা তুলসী রানীকে আটক করে থানায় নিয়ে আসে।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মাকেও থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ হত্যাকা- ঘটিয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।