কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে সরকারি খাল অবৈধভাবে ভরাট করা হওয়ায় জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়েছে। খাল ভরাটের ফলে মহিচাইল বাজার, মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বাড়ির পানি নিষ্কাশনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন জানালেন, বাজার সংলগ্ন পুকুরটির সঙ্গে যুক্ত ‘ছোরা’ খালটির মুখ প্রায় আড়াইশ ফুট ভরাট করা হয়েছে। খালটি পুনঃখনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তিনি ৮ সেপ্টেম্বর দায়ের করেছেন।
স্থানীয়দের অভিযোগ, খালটি ভরাট করেছেন সাবেক যুবদল নেতা লোকমান হোসেন শাহজাহান এবং তার ভাই আবুল কালাম আজাদ। তারা সরকারি খালটি ভরাট করে সেখানে স-মিল ব্যবসাসহ অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এর ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয়গুলোতে পানি জমে খেলাধুলা বন্ধ হয়ে যায়, বাজারের সড়ক ও আশপাশের বাড়ি পানিতে ডুবে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, ‘বছরের পর বছর খালটির মুখ খোলা ছিল। হঠাৎ করে তা বন্ধ করে ব্যবসা গড়ে দেওয়া হয়েছে। এতে স্কুলের মাঠ, পাকা ও কাঁচা সড়ক সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
চান্দিনা উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘পুকুরের পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা না থাকায় স্কুল মাঠে জলাবদ্ধতা এবং সড়ক ধসে পড়েছে। সরকারি নকশা অনুযায়ী খালটি পুনঃখননের প্রয়োজন। শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খাল উদ্ধারের চেষ্টা করা হবে।’
এ ব্যাপারে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, অভিযোগ সত্য। আমরা সরেজমিনে তদন্ত করেছি এবং মৌজা ম্যাপ ও খতিয়ানে শ্রেণি খাল রয়েছে; কিন্তু সরেজমিনে সেখানে খালের কোনো অস্তিত্বই নেই। আমরা খুব শিগগিরই খালটি পুনরুদ্ধার করব।