ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:০৯ এএম

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমনিক ৪০ বছর।

এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানায়, উপজেলার কালামপুর এলাকায় রেললাইন দিয়ে ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ধূমকেতু ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে সকালে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই নাদির উজ জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।