ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

টিকাদান কর্মসূচি

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৩৫ এএম

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাসব্যাপী বিনা মূল্যে র‌্যাব বিস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল রোববার সকাল ৯টায় ভেটেরিনারি টিচিং হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম।

টিকা নিতে আসা আঞ্জুমান আক্তার বলেন, র‌্যাবিস খুবই ভয়ংকর রোগ। তাই আমি নিয়মিত আমার পোষা বিড়ালকে টিকা দিই। এতে আমি যেমন নিশ্চিন্ত থাকি, তেমনি আশপাশের মানুষও নিরাপদ থাকে।