ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

ক্ষতিগ্রস্ত সহায়তা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০১:১১ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকা-ে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন এবং দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন সময় অগ্নিকা-, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা  দেওয়ার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ১৮টি পরিবারের মধ্যে এক বান্ডেল করে ঢেউটিন এবং ২৩টি অসহায় দুস্থ পরিবারের মধ্যে একটি শুকনা খাবারের প্যাকেজ সহায়তা দেওয়া হয়।