গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান ঘর। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গতকাল বুধবার সকাল সোয়া দশটার দিকে কাপাসিয়া বাজারে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকানের ছড়িয়ে পড়ে। আগুন লাগা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে যায় রঙের দোকানসহ ৫টি দোকান। তবে অগ্নিকা-ে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।