ইসরায়েলের ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন, জার্মানির বার্লিন এবং তুরস্কের ইস্তাম্বুলে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন। আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে এসব শহরে চলমান আন্দোলনের চিত্র দেখা গেছে।
এর আগে, ইতালির বিভিন্ন শহরেও ইসরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দক্ষিণ ইতালির নেপলস শহরে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন। আর রাজধানী রোমে টার্মিনি রেলস্টেশনের আশপাশে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
প্রসঙ্গত, ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই বহরে ৪৫টিরও বেশি জাহাজ রয়েছে, যেখানে ৫০০-র বেশি যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকার আইনজীবী ও ত্রাণকর্মীরা রয়েছেন। এই বহরের কয়েকটি জাহাজে ইতালীয় প্রতিনিধিদলও অংশ নিয়েছে।
গাজার মানবিক সংকট মোকাবিলায় ওষুধ ও খাদ্যসামগ্রী সরবরাহের লক্ষ্যে এই ফ্লোটিলা অবরোধ ভেঙে এগিয়ে যাচ্ছিল। যদিও ইসরায়েল তাদের বারবার ফিরে যেতে বলেছে, তবুও তারা যাত্রা অব্যাহত রাখে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই পদক্ষেপ মানবিক সহায়তার পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।