শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলার দলুয়া শালিকা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় হাজার হাজার মানুষের ঢল নামে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ নৌকাবাইচ দেখার জন্য ভিড় জমায়। গতকাল বুধবার বিকেলে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করে বামনডাঙ্গা গ্রাম, দ্বিতীয় স্থান অধিকার করে কুলপোতা গ্রাম, তৃতীয় স্থান অধিকার করে সোনা বদল গ্রাম ও চতুর্থ স্থান অধিকার করে মহিষারডাঙ্গা গ্রাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় মঙ্গল ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি তালা উপজেলার বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ প্রমুখ।