ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

সাইফের টার্গেট আফগান সিরিজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:২৭ এএম

এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ দল দেশে ফেরেনি। কেননা, আজ থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ শুরু হবে টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে। যেখানে প্রথম ম্যাচ জয়ের দিকেই চোখ বাংলাদেশি অলরাউন্ডার সাইফ হাসানের। এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাইফ হাসান। আফগান সিরিজেও সেই ফর্ম ধরে রাখার পরিকল্পনা এই ব্যটিং অলরাউন্ডারের। তিনি বলেন, ‘আমার কাজ পারফর্ম করা, পারফর্ম করছি। এশিয়া কাপ শেষ, এখন চেষ্টা করব সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করার। সম্পূর্ণ ফোকাস আফগানিস্তান সিরিজের ওপর।’

সাইফ হাসানের মতে, শুরুটা ভালো হলে সিরিজ জেতা সহজ হবে। গণমাধ্যমকে সাইফ বলেন, ‘আগে প্রথম ম্যাচ, আমরা যদি এই ম্যাচ ভালো শুরু করতে পারি, ইনশাআল্লাহ সিরিজটাও আমাদের হবে। সব মিলিয়ে আমাদের মনোযোগ প্রথম ম্যাচে। ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে। এটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহযোগী হবে। আশা করি, আমরা এই সিরিজটা ক্যাশ ইন (নিজেদের আয়ত্তে) করতে পারব।’

আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি এশিয়া কাপে জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। সেই ম্যাচই অনুপ্রেরণা বাংলাদেশের। সাইফ বলেন, ‘জানি না ওরা (আমাদের সঙ্গে) কয় ম্যাচ জিতছে, বাট আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, নির্দিষ্ট দিনে আমরা যেকোনো টিমকে হারাতে পারি। তাই আমরা আমাদের স্ট্রেংথ আর আমাদের উইকনেস নিয়ে যদি কাজ করি, ইনশাআল্লাহ ওটাই আমাদের (জিততে সহায়তা করবে)।’ এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেন সাইফ। তিন ম্যাচে তার রান ছিল যথাক্রমে- ৬৯, ৬১ ও ৩০। রান তোলার ক্ষেত্রে ছক্কা হাঁকানোতেও পিছিয়ে নেই বাংলাদেশের এই ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৩০ রান করে নজর কাড়েন সাইফ। এরপর বাকি ম্যাচে একাদশে জায়গা পেতে তার আর সমস্যা হয়নি। আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিচ্ছেন সাইফ। এত দিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে যে মানের একজন ওপেনার খুঁজছিল বাংলাদেশÑ সাইফের মাধ্যমে ওপেনিংয়ে একটা সমাধান মিলছে। সাইফ নিজেকে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের একজন প্রকৃত ব্যাটসম্যান হিসেবেই গড়ে তুলেছেন। মাঠের চারদিকে শট খেলার অসাধারণ দক্ষতা রয়েছে তার। ভারতের বিপক্ষে ম্যাচে যে ইনিংসটি খেলেছেন, সেটি আরেকটি প্রমাণ। এবার সামনে আফগান সিরিজে নিজেকে আরেকবার প্রমাণ করার পালা সাইফের।