ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ, মেরিন ফিশারিজ কর্মকর্তা সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, কোস্ট গার্ড প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ। সভায় মা ইলিশ রক্ষা ও প্রজনন মৌসুমে জেলেদের সচেতনতা বৃদ্ধি, অবৈধ মাছ ধরার প্রতিরোধ এবং কঠোর আইন প্রয়োগসহ নানা কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন