চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে নাচোলে ভূমিসেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা মিনি কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, নাচোল থানার ওসি মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, নেজামপুর, নাচোল ও কসবা ইউনিয়ন চেয়ারম্যানগণ, উপজেলা জামায়াতে আমির ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন