কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. রামেল মিয়া (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্য করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের মো. রফিক ইসলামের ছেলে। গত মঙ্গলবার রাতে চিকিৎসকাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জিনারী গ্রামের কানাবাড়ির সামনে দীর্ঘদিন ধরে তেতুলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে নাঈম (২০) ও কয়েকজন মিলে প্রকাশ্যে গাঁজা সেবন ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় রামেলকে হত্যা করার হুমকি দেয়। রামেল মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওতপেতে থাকা নাঈম তার দলবল নিয়ে রামেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রামেলের ডাক-চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন