ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৩:৫৪ এএম

কক্সবাজারের রামুতে রাবার বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় ফায়ার সার্ভিস সংলগ্ন বাগানে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে বাগানের ভেতরে রাবার গাছের গোঁড়ায় যুবকের গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহ ছিল। পাশাপাশি একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান বলেন, মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু আত্মহত্যা না হত্যাকা- তা ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত করা হবে।