ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:২৪ এএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার শিমুলতলা এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে তল্লাশি চালায়। এ সময় মাদক কারবারিরা রাস্তার পাশে মদের একটি কার্টন বক্স ফেলে পালিয়ে যায়। পরে যৌথবাহিনী কার্টন বক্সটি উদ্ধার করে এর ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।