চুয়াডাঙ্গার জীবননগরে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে মিনাজপুর হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন