বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর বেলাবো উপজেলায় পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি, নোয়াকান্দি ও গোবিন্দপুর বাজারসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ পথসভা ও গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফার মূল বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, ‘বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকেরা সরকারি ও আর্থিক সেবা পাবেন, আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হবে আর্থিক ও পণ্য সহায়তা।’
তিনি আরও বলেন, ‘৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে।’
বিএনপি নেতা জুয়েল দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণে কাজ করবে দলটি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন