শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:৩৬ এএম

আড়িয়াল খাঁয় অবাধে ইলিশ শিকার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:৩৬ এএম

আড়িয়াল খাঁয় অবাধে  ইলিশ শিকার

নিষেধাজ্ঞা দিয়েও বরিশালে থামানো যাচ্ছে না ডিমওয়ালা মা ইলিশ নিধন। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দুই দিনের মাথায় বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর অংশে বেপরোয়া হয়ে উঠেছেন মৌসুমি জেলেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছেন তারা। শিকারের পর সেই মাছ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

উপজেলা মৎস্য বিভাগের অভিযানের মধ্যেই অসাধু জেলেরা কৌশলে নদীতে মাছ শিকার অব্যাহত রেখেছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা মৎস্য দপ্তরের ঢিলেঢালা অভিযানের কারণে প্রকাশ্যেই ইলিশ শিকার করছে জেলেরা। সে ক্ষেত্রে নামসর্বস্ব অভিযান হলেও সুফল মিলছে না।

মিয়ারচর এলাকার নদী তীরবর্তী বাসিন্দারা জানান, নিষেধাজ্ঞার প্রথম দুই দিন নদীতে জাল নিয়ে নামেননি জেলেরা। ওই দুই দিন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় জাল নিয়ে নদীতে নেমে প্রকাশ্যেই তারা ইলিশ শিকার করছেন। তারা আরও জানিয়েছেন, দিনের বেলায় কম সংখ্যক জেলে নদীতে মাছ শিকারে নামলেও রাতে জেলেদের সংখ্যা বেড়ে যায়। অভিযানের ট্রলার দেখলেই তারা সরু খালে ঢুকে পড়ে। যে কারণে তাদের ধরতে পারছে না প্রশাসন।

স্থানীয় আফসার উদ্দিন জানান, আড়িয়াল খাঁয় দিনরাত জেলেরা ইলিশ নিধন করছেন। নদীতীরের পাশের বাজারগুলোয় মাছ বেচাকেনা হয়। নদীতে জাল ফেলে ওপরে কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া হয়। ওই সময় জেলেরা তীরে অবস্থান করেন। প্রশাসনের স্পিডবোট ঘুরে গেলেও তারা নদীতে জাল দেখতে পান না। চলে যাওয়ার পরই ইলিশবোঝাই জাল তোলা হয়।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই প্রতিদিন তাদের অভিযান চলছে। কোন জেলে নদীতে মাছ শিকারে নেমে অভিযানিক দলের হাতে আটক হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!