ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাড়িতে হামলা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:৪৭ এএম

নওগাঁর বদলগাছিতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫ থেকে ৬ জনকে মালদ্বীপে নিয়ে যান ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি। গতকাল শুক্রবার টাকা ফেরত চেয়ে তাদের আত্মীয়-স্বজন দুলালের বাড়িতে যান। খবর পেয়ে স্থানীয় কিশোর গ্রুপ রানার নেতৃত্বে ১৫-২০ জন দুলালের স্ত্রী ও সন্তানের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত দুইজন আহত হন। তবে অভিযুক্ত রানা বলেন, ‘আমি কাউকে মারধর করিনি এবং মারধর করার জন্য হুকুমও দিইনি।’