ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ক্লিনিক উদ্বোধন

‎মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:৪৮ এএম

‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে সেবা ডায়াগনস্টিক সেন্টারের (ক্লিনিক) উদ্বোধন করা হয়েছে। গতকাল ‎শুক্রবার সকালে ছেংগারচর বাজারে অবস্থিত  সেবা ডায়াগনস্টিক সেন্টারের  হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎উদ্বোধনী অনুষ্ঠানে সেবা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, যেহেত আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়েছি সেবা, তাই মানুষ যেন আমাদের ডায়াগনস্টিক সেন্টারে এসে হাসিমুখে সেবা নিতে পারেন। কোনো সেবাগ্রহীতা যেন ভোগান্তির শিকার না হয়। আমাদের ডায়াগনস্টিক সেন্টারের জন্য যে যন্ত্রপাতি কিনেছি, তা অত্যাধুনিক এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত হবে। সেবা ডায়াগনস্টিক সেন্টারের মূল উদ্দেশ্যই হলো কম খরচে মানুষকে ভালো সেবা প্রদান করা।