ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:৪৮ এএম

ময়মনসিংহের গৌরীপুরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সুশীল সমাজের ভাবনা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গৌরীপুর মহিলা অডিটরিয়ামে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ ৩ আসনের মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানজিল চৌধুরী লিলি, জাতীয়তাবাদী জনতা ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি মজিবুর রহমান বিপ্লব, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মান্নান, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সহসভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, কৃষিবিদ ফরহাদ হোসেন প্রমুখ।