লাগাতার ধর্ষণ, নিপীড়ন, উগ্র হিন্দুত্ববাদী ইসকনের অপতৎপরতা ও টঙ্গীতে মসজিদের খতিবকে অপহরণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘ব্যান ব্যান ইসকন, হিন্দুত্ববাদের গদিতে আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের সঙ্গী ইসকন তুই জঙ্গি, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারতভক্তি, তুমিও জানো আমিও জানি ইসকন মানে হিন্দুস্তানি, দিল্লি না ঢাকাÑ ঢাকা, ঢাকা, শাপলার হাতিয়ার জেগে ওঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। গণিত বিভাগের শিক্ষার্থী মো. সাফায়েত মীর বলেন, ইসকন কোনো রিলেজিয়াস সংগঠন নয়। ইসকন দ্বারা ভালোবাসার টোপে ফেলে মুসলিম নারীদের ধর্ষণ করা হচ্ছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।

