ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

কুপিয়ে জখম 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:৪৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক আরিফ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও তার ভাড়াটিয়া লোকজন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে আহত আরেক মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী আরিফ মিয়া বলেন, ইটভাটায় লালমাটি সরবরাহ ব্যাবসায়িক কাজে দ্বন্দ্বের জেরে ট্রাকচালকদের মারধর করে টাকাসহ মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনার কারণ জানতে চাইলে দাউদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির ও তার ছেলে রাকিবসহ ভাড়াটিয়া আশরাফুল, ইয়াছিন, সাইদুলসহ ৭-৮ জন আমার ওপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।