ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বিএনপি নেতার কলাগাছ কাটলেন আ.লীগ নেতা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:৫২ এএম

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি নেতার দুই শতাধিক কলাগাছ কেটে দিয়েছেন আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. আলতাফ হোসেন হাওলাদারের দুই শতাধিক কলাগাছ কেটে ফেলেন একই গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর দক্ষিণ ইন্দুরকানী ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহজাহান হাওলাদার ওরফে কুড়াল শাহজাহান। কেটে দেওয়া অনেক গাছে ইতিমধ্যে কলাও চলে এসেছে। এ ঘটনায় ওই দিন বিকেলে অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে থানায় জিডি করেন ভুক্তভোগী আলতাফ হাওলাদার।

জানা যায়, অভিযুক্ত শাহজাহান হাওলাদার ও ভুক্তভোগী আলতাফ হাওলাদার সহদর ভাই। তবে শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে এলাকায় জমি দখল, অন্যায়ভাবে মানুষকে মারধর, ছাগল ও গরু পিটিয়ে হত্যা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নারীদের কুপ্রস্তাবসহ নানা অপরাধমূলক কর্মকা-ের অভিযোগ রয়েছে।

জানতে চাইলে অভিযুক্ত শাহজাহান হাওলাদার বলেন, ‘ওই জমি আমার মায়ের। ওয়ারিশ সূত্রে ওই জমির আমিও একজন উত্তরাধিকারী। আমার ভাই আলতাফ একাই জমি ভোগদখল করে। আমাকে কোনো ভাগ দেয়নি। এ কারণে জমির কিছু কলাগাছ আমি কেটে ফেলেছি। এতে আমার যে জরিমানা হয়, তা দিতে আমি প্রস্তুত।’

গাছের মালিক আলতাফ হোসেন হাওলাদার বলেন, ‘বাবার কাছ থেকে আমি ওই জমি কিনেছিলাম। বাবা আমাকে জমি বুঝিয়ে ও দখল দেওয়ার পর আমি সেই জমিতে কলাগাছ লাগিয়েছি। কিন্তু আমার বড় ভাই শাহজাহান হাওলাদার জোর করে সেই জমি দখলের পাঁয়তারা করছে। সে জমি নিজের দাবি করে আমার দুই শতাধিক কলাগাছ কেটে ফেলেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, কলাগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।