ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:১৪ এএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মধ্যম বাঘাইছড়ি আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। গত শনিবার রাতে সীমান্ত সড়কে অভিযান চালিয়ে প্রায় ১০০ কার্টুন ভারতীয় ‘মন্ড ব্র্যান্ড’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সড়ক হয়ে মোটরসাইকেলযোগে ভারতীয় সিগারেট আসছে- এমন গোপন সংবাদে বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসির নির্দেশে ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দ্রুতগতিতে এগিয়ে আসা একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে চালক বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি সদস্যরা ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করে।