বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবককে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা হলেন- মো. রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জোমাদ্দার এবং মো. জাহিদ হাওলাদার। প্রত্যেককে মৃত্যুদ-ের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে।
মামলার নথি অনুসারে, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেল ৪টার দিকে আসামি রাসেল গাজী ভুক্তভোগী গৃহবধূর প্রতিবেশী হওয়ার সুবাদে তার বাসায় প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ক্ষুব্ধ রাসেল পরদিন (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার সহযোগী রোকন খান, রাজিব জোমাদ্দার এবং জাহিদ হাওলাদারের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে অটোরিকশাযোগে গৃহবধূকে অপহরণ করে। তাকে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা হাত-পা ও মুখ বেঁধে গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে এবং সারা রাত নির্যাতনের পর উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয়রা ভিকটিমকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। তিনি ঘটনার বিবরণ দিলেও কিছু স্থানীয় ব্যক্তি তাকে মারধর করে অপমানিত করে। পরে আহত অবস্থায় গৃহবধূ বাড়ি ফিরে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্ব পাওয়া তৎকালীন ওসি (তদন্ত) মো. আতাউর রহমান ২০১৭ সালের ২৩ মে চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনায় আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদ-ের রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি রোকন খান ছাড়া বাকি তিনজন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণায় ভিকটিম ও তার পরিবারের সদস্যরা আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন। এবং এই রায়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

