ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ইতালির স্বপ্ন অধরাই থেকে গেলে!  

রাজৈর প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৫০ এএম

কক্সবাজারের  চকরিয়ার মোটরসাইকেল দূর্টনায় নিহত  মাদারীপুরের রাজৈর পৌর এলাকার  দুই যুবকের নিধর  মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় রাজৈর এলাকায় ব্যাপক আলোচনা ও সমবেদনার সৃষ্টি হয়েছে। সকালে জানাযা শেষে পারিবারিক  কবরস্থানে  তাদের দাফন সম্পূর্ণ হয়েছে। 

নিহত রিয়াদের পরিবার জানায়,  রিয়াদ দীর্ঘ দক্ষিন আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে এসে মোটরসাইকেল কেনে, বন্ধুদের সাথে  গত শনিবার কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ফেরার পথে এই ঘটনার শিকার হন তারা।  এদিকে নিহত মুসার পরিবার জানায়, মুসা ইতালি যাওয়ার জন্য সকল কাগজপত্র রেডি হয়েগিছিলো, আগামী ২৮ নভেম্বর মুসার ফ্লাইট হবার কথা ছিলো। 

সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে, পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছে। গত শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুর জেলার রাজৈরের  মজুমদারকান্দি এলাকার অলিয়ার মাতুব্বরের   ছেলে প্রবাসী  রিয়াদ  মাতুব্বর  (৩১) এবং একই উপজেলার ঘোষালকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)। তারা মাদারীপুর থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান-অজ্ঞাত একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকজনের মৃত্যু হয়। তারা কক্সবাজারে ভ্রমণে আসার প্রাক্কালে এই ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার চকরিয়ার ডুলাহাজারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। এঘটনার ২৪ ঘন্টা পার না হতেই আবারো ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হলো।