ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রশাসনের অনুমতি ছাড়া খেলা ও সভাসহ জনসমাগমে নির্দেশনা জারি

মো ঃ আজাদ
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৫১ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় খেলা, সভা ও অন্যান্য অনুষ্ঠানের নামে অনিয়ন্ত্রিত গণ-জমায়েত বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের অনুমতি ছাড়া কোনো জনসমাগমমূলক আয়োজন করা যাবে না বলে নির্দেশনা জারি করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় খেলা, সভা ও নানা অনুষ্ঠানের নামে গণ-জমায়েতের প্রবণতা বেড়ে গেছে। এসব অনিয়ন্ত্রিত জনসমাগমের কারণে মাঝে মাঝে অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত ঘটনা ঘটছে,যা উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করছে এবং জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।

এ অবস্থায় মহেশপুর উপজেলার যে কোনো স্থানে খেলা,সভা বা জনসমাগমমূলক আয়োজনের আগে উপজেলা প্রশাসনের পূর্বানুমতি নেওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতেই উপজেলা প্রশাসনের এ নির্দেশনা এসেছে বলে জানা গেছে।