ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে কলেজের শহিদ মিনারের সামনে ‘সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসকন নিয়মিতভাবে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সমাজে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের দাবি, একটি ধর্মীয় সংগঠনের আড়ালে এই ধরনের উসকানিমূলক কর্মকা- দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘ইসকন দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি দিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, এই সংগঠনের কার্যক্রম তদন্ত করে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক।’ অন্য এক শিক্ষার্থী মুহাম্মদ ফাহিম হক অভি বলেন, ‘বাংলাদেশ বহু ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। কেউ যদি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ইসকন বারবার সেই সীমা অতিক্রম করছে।’

