ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বৃদ্ধার লাশ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:০৪ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর আব্দুল মালেক (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর সৈয়দবাড়ির পাশে একটি ধানখেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক কাজিরহাট বাজারে মরিচের ব্যবসা করতেন। নিহতের ছেলে আরিফ জানান, গত রোববার দুপুরে তিনি তার বাবাকে ফোন করে বাজারে আসতে বলেন। এরপর আব্দুল মালেক বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয়রা ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।