পটুয়াখালীর দশমিনায় বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাহুয়া (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ৭৩নং উত্তর-পশ্চিম গোছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহুয়া ওই ইউনিয়নের মুন্সিবাড়ির লুৎফর মুন্সির ছোট মেয়ে এবং একই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও মাহুয়া বিদ্যালয়ে আসে। স্কুল ছুটির পর পাশের একটি দোকানে খাবার কিনতে গেলে দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা লুৎফর মুন্সি বলেন, ‘আমি পেশায় অটোরিকশা চালক। প্রতিদিনের মতো সকালে কাজে বের হয়েছিলাম। হঠাৎ ফোনে খবর পাই, আমার মেয়ে দুর্ঘটনায় মারা গেছে। এরপর আর কিছু বলার মতো অবস্থায় নেই।’

