শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। দ-প্রাপ্ত জাহিদুল ইসলাম সবুজ (২৬) পৌর শহরের বাজার ছিটপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে। সোমবার সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা দেন। অভিযানে ওসি সোহেল রানা ও পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

