ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

গণস্বাক্ষর কর্মসূচি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০২:২৬ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচাকাটা থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। প্রথম দিন বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম, যা পরবর্তী তিন দিনও চলবে। গণস্বাক্ষর কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, কৃষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ বাচ্চু ব্যাপারী। এ সময় বক্তব্য দেন কেদার ইউপি চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, আনিসুর রহমান তোলা ব্যাপারী, অধ্যক্ষ হাফিজুল ম-ল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।