সুনামগঞ্জের ধর্মপাশায় টেকসই ও উন্নত সড়কের দাবিতে ‘আর নয় দুর্ভোগ,’ এবার চাই উন্নত সড়ক’ স্লোগানকে সামনে রেখে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ধর্মপাশা নাগরিক অধিকার আন্দোলন কমিটি।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আন্দোলনের সঞ্চালনা করেন নাজমুল ইসলাম তপু, সভাপতিত্ব করেন কমিটির প্রধান সমন্বয়ক মুফতি মোল্লা মাহমুদ হাসান। বক্তব্যে তিনি বলেন, ‘ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। আমরা বারবার অনুরোধ জানিয়েছি, সংবাদ প্রকাশ হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখা যায়নি। অটোরিকশা উল্টে মানুষ আহত হচ্ছে, রোগী নিয়ে হাসপাতালে আসতে ঝুঁকি নিতে হচ্ছে। এটি জনগণের জীবনের সঙ্গে এক প্রকার তামাশা।’
তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষ কিছু ভাঙা ইট ফেলে মানুষকে ধোঁকা দেয়। অথচ এই রাস্তায় দিয়ে দেশের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, শিমুল বাগানে হাজারো মানুষ যাতায়াত করে।’
মুফতি মাহমুদ হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে সড়ক নির্মাণের বিষয়ে কোনো আশ্বাস না পেলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব। এই এলাকার মানুষ ভয় পায় না, প্রয়োজনে কারাগারে যাব, প্রাণ দেব, কিন্তু রাস্তা ছাড়া হব না।’
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম দীপ্ত, সামিউল হক সৌরভ, অনিক মজুমদার, মুফতি মহসিন, মুফতি সাইফুল ইসলাম, মুফতি মুকিদ শাহ ও মুফতি জুবায়ের আলম।
এ সময় নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ‘এই সড়ক পুনর্নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। অচিরেই বর্তমান সড়কের মাপ অনুযায়ী কাজ শুরু হবে।’

