রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। এ অবস্থায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে গতকাল শনিবার সকালে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করেছে পদ্মাপাড়ের কয়েক হাজার মানুষ।
নদীভাঙন কবলিত গ্রামবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এতে উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপি সভাপতি আব্দুল মোমিন, যুবদল ও ছাত্রদলসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
উত্তর মেরামতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, চারঘাটের পিরোজপুর, গোপালপুর, চন্দনশহর, সাহাপুর ও বাঘার চক রাজাপুর গ্রামে পদ্মার ভাঙনে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে, শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। সাতটি মসজিদ ও শত শত বাড়ি নদীর কিনারে টিকে আছে মাত্র কয়েক হাত দূরত্বে।
উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, ‘বিগত সরকারের জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে। স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড কাজ না করলে আমরা অফিস ঘেরাও করব। চারঘাটের মানুষ লড়াই জানে। এবারও লড়বে নিজেদের টিকিয়ে রাখতে।’
অন্যদিকে, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমান অঙ্কুর বলেন, ‘মানববন্ধনে উল্লিখিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।’

