ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪৫ পিস ইয়াবাসহ মো. শামীম খান (৩৭) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম খান জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত ফরিদ খানের ছেলে। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনের নেতৃত্বে এসআই মো. এমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিং সংলগ্ন বাইপাস সড়ক অভিযান চালানো হয়। এ সময় ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামীম খানকে হাতে নাতে আটক করা হয়। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন