জনতা ব্যাংক পিএলসি, পাবনার বনগ্রাম বাজার শাখা থেকে গ্রাহকের ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাতের অভিযোগে শাখা ব্যবস্থাপক হেমায়েত করিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারী পরিচালক মমিন উদ্দিন মামলাটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে জনতা ব্যাংক পাবনার বনগ্রাম বাজার শাখা ব্যবস্থাপক হেমায়েত করিম ২০২২ সালের ১৩ জুলাই থেকে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকের স্বাক্ষর জাল, গ্রাহকের অজান্তে নতুন চেক বই নিজেই ইস্যু করে, নগদ এবং বদলি ভাউচার সৃজন-পূর্বক ব্যবহার করে ব্যাংকিং সফটওয়্যারে লেনদেন সম্পাদন করে এবং মঞ্জুরীকৃত ঋণের টাকা গ্রাহককে না দিয়ে নিজে গ্রহণ করে বনগ্রাম বাজার শাখা থেকে ৭ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৮০৪ টাকা আত্মসাৎ করেন।
এর আগে জনতা ব্যাংক বনগ্রাম বাজার শাখা, পাবনার প্রিন্সিপাল অফিসার (বর্তমান ব্যবস্থাপক) ফরিদুর রহমান গত ১৫ অক্টোবর হেমায়েত করিমের বিরুদ্ধে আনুমানিক ৯ কোটি টাকা আত্মসাতের দায়ে আতাইকুলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আতাইকুলা থানার পুলিশ ১৬ অক্টোবর হেমায়েত করিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত-৫-এ সোপর্দ করেন। পরে প্রয়োজনীয় রেকর্ডপত্র মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) ও আহ্বায়ক, যাচাই-বাছাই কমিটি, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ে পাঠানো হলে দুদকের প্রধান কার্যালয় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিলে সমন্বিত পাবনা জেলা কার্যালয় গতকাল মামলা করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন