বরগুনার পাথরঘাটায় দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন বাবা ও তার দুই সন্তান। যাওয়ার পথে চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে টাকা ছিনতাইয়ের ঘটনার শিকার হয়েছেন পাথরঘাটা বাজারের তিন গার্মেন্টস ব্যবসায়ী। এ সময় তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা ও বটতলা এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
ছিনতাইয়ের ঘটনায় আহতরা হলেনÑ উপজেলা শহরের চৌধুরী ফ্যাশন-১-এর মালিক শাহ আলম চৌধুরী (৫৫) ও তার দুই ছেলে চৌধুরী ফ্যাশন-২-এর মালিক রাজিব চৌধুরী (৩০) ও সজীব চৌধুরী (২৬)।
আহত রাজিব চৌধুরী জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমার বাবা ও ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। আমড়াতলা এলাকা পার হওয়ার পর পেছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন লোক এসে আমাদের পথ রোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় চোখে কিছু দেখতে না পেয়ে আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। তখন আমাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তা না দিলে আমাদের বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে আমাদের পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থল নির্জন হওয়ায় দুর্বৃত্তরা সহজেই হামলার সুযোগ পেয়েছে। এখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলেও তারা অভিযোগ করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

