ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

যুবকের আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:১৩ এএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে বিল্লাল মাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার মহিষার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজ মালের বাড়িতে এ ঘটনা ঘটে। বিল্লাল ওই এলাকার সিরাজ মালের ছেলে। জানা যায়, গত মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে মনোমালিন্য ও কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে বিল্লাল নিজের ঘরে ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি শুধু ওকে পড়াশোনার কথা বলেছিলাম। রাগ করে ঘরে চলে যায়। জানতাম না ও এমন কাজ করবে।’